দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামে গীতা ও নৈতিক শিক্ষা পাঠদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সুনীল চন্দ্র ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে পাঠদান কেন্দ্রের উদ্বোধন করেন পৌর মেয়র বিশ্বজিত রায়। সুনীল চন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, দিরাই যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, কমল ব্রহ্মচারী, শিক্ষক শতদল সরকার, পার্থ সারথি দাস প্রমুখ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সুমা দাসের সার্বিক সহযোগিতায় এসময় ২৫ জন শিক্ষার্থীদের বিনামূল্যে গীতা, কুশাসন, রেহাল, টিশার্ট বিতরণ করা হয়। এ উপলক্ষে গীতা পাঠ ও মহাপ্রসাদে আয়োজন করেছে সুনীল চন্দ্র ফাউন্ডেশন।
- বিশ্বম্ভরপুরে ওসির বিদায় ও নবাগত ওসির বরণ
- কমরেড অজিত লাল রায় ও সত্যব্রত রায় ভুলু স্মরণে শোকসভা