দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার বেকার যুব মহিলাদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিরাই বাজারস্থ ভাটি বাংলা এলপিএস ফাউন্ডেশনের অফিসে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে ও ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রীপা সিনহা, ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, উপজেলা যুব উন্নয়ন উপ সহকারী কর্মকর্তা মো. জহির রায়হান, প্রশিক্ষক ববিতা দাস, সনি বর্মন প্রমুখ।
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ভাটি বাংলা যুব কল্যাণ পরিষদের সহযোগিতায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৩২ জন বেকার যুব মহিলা অংশ নিয়েছেন।
- অনুপস্থিত থাকায় ১৪ শিক্ষক কে শোকজ
- ভূমি সেবা সপ্তাহের রেশ বজায় থাকুক বছরজোড়ে