দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই সংবাদদাতা
দিরাইয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব—১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব—১৭) শুরু হয়েছে।
দিরাই কলেজ মাঠে সোমবার দুপুর দুইটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি অরুপ রতন সিংহ, জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভা মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দিরাই উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, ৩ নং রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, ৪ নং চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ রায়, ৫ নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া, ৬ নং করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, ৭ নং জগদল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, ৮ নং তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ, ৯ নং কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন প্রমুখ।
উদ্বোধনী দিনে খেলায় দিরাই পৌরসভা বালক দল ট্রাইব্রেকারে চরনারচর ইউনিয়ন দলকে পরাজিত করেছে। পরে জগদল ইউনিয়ন রফিনগর ইউনিয়ন দলকে ১—০ গোলে, তাড়ল ইউনিয়ন রাজানগর ইউনিয়নকে ট্রাইবেকারে ৪—৩ গোলে, দিনের শেষ খেলায় করিমপুর ইউনিয়ন ট্রাইব্রেকারে ৪—৩ গোলে কুলঞ্জ ইউনিয়নকে পরাজিত করেছে।