দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৩ হাজার হতদরিদ্র চক্ষু রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩৬০জন রোগীর চোখে অপারেশনের মাধ্যমে পাওয়ার ল্যান্স স্থাপন করে দেয়া হয়।
যুক্তরাজ্যে বসবাসকারী দিরাইবাসীর সেচ্ছাসেবী সংগঠন ‘দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকে’ এর অর্থায়নে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দিরাই পৌরসভা কার্যালয়ে শেষ ক্যাম্পেইনের মাধ্যমে এ চিকিৎসা সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দিরাই-শাল্লা সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা। অর্গানাইজেশনের সিনিয়র সহ সভাপতি মো. টিপু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রয়েল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, অর্গানাইজেশনের সহ সভাপতি মহি উদ্দিন জগনু, সাবেক সাধারণ সম্পাদক মাসুক সরদার, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, জুয়েল তালুকদার, হেলেনা বেগম খেলা, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমদ সরদার প্রমুখ।
দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সিনিয়র সহ সভাপতি মো. টিপু মিয়া চৌধুরী বলেন, জীবন-জীবিকার প্রয়োজনে আমরা প্রবাসে থাকলেও প্রতিনিয়তই দেশের কথা ভাবি। নিজেদের দায়বদ্ধতা থেকেই যুক্তরাজ্যে এ সংগঠনটি শুরু করা হয়। শিক্ষাবৃত্তি, দরিদ্রদের চিকিৎসা সেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ সমাজসেবামূলক কাজ করে আসছে সংগঠন। এরই ধারাবাহিকতায় এবার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে তিন হাজার দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা ও ৩৬০ জনকে অপারেশনর মাধ্যমে ল্যান্স স্থাপন করে দেয়া হয়েছে। যাদেরকে অপারেশন করা হয়েছে তাদেরকে আগামী ৬মাস আমারা মনিটরিং করবো।
- স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় সুযোগ পেলেন সুনামগঞ্জের সুস্মিতা
- মেঘালয় রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী শাহীন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ