দিরাইয়ে ৬ সন্তানের জনকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ৬ সন্তানের জনকের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি দিরাই পৌরসভার আনোয়ারপুর (উলুকান্দি) গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৩৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৭ টার দিকে পৌরসভার আনোয়ারপুর গ্রামে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে আনোয়ারপুর গ্রামের শিশু (১০) বাড়ির পাশের দোকানে যায় বাবার কাছ থেকে সিঙ্গারা কেনার টাকা আনতে কিন্তু তার পিতা টাকা না দিলে সে চলে আসে। বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ শিশুকে সিঙ্গারা কিনে দিব বলে জোর করে আমন জমির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে এসে তার মাকে এসব কথা জানায়। তাৎক্ষণিক শিশুকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ডা. সামি শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসা ও আলামত সংরক্ষণের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম বলেন, ঘটনা শোনেছি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আব্দুল আহাদের প্রতিবেশীর জানান, ঘটনার পর থেকে আব্দুল আহাদ পলাতক আছে। আব্দুল আহাদ দুইটি বিয়ে করেছে তার প্রথম স্ত্রীর ৫ সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর এক সন্তান আছে।
আব্দুল আহাদের পিতা আছির উদ্দিন জানান, কাউন্সিলর ও গ্রামের কয়েকজন মিলে ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।