স্টাফ রিপোর্টার
জলমহালে খুনের মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রেফতার হয়েছেন। আদালতে হাজির করা হলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকাল ৩ টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমা- মঞ্জুর করেন। এর আগে শনিবার (শুক্রবার দিবাগত রাত) মধ্যরাতে সিলেটের মদিনা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ৯ এর সদস্যরা। মদিনা মার্কেটের নীচতলার অফিস থেকে গ্রেপ্তার করে রাতেই তাকে দিরাই থানায় হস্তান্তর করেন র্যাব’এর সদস্যরা।
দিরাই থানার ওসি মো. আজিজুল রহমান জানিয়েছেন শনিবার রাত আড়াইটায় র্যাব সদস্যরা প্রদীপ রায়কে পুলিশের কাছে হস্তান্তর করেন। সকালে তাকে সুনামগঞ্জ কোর্টে সোপর্দ করা হয়। বেলা তিনটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আদালতে প্রদীপ রায়কে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান। পরে আদালত দুই দিনের রিমা- মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বে থাকা অসিম চন্দ্র দেব প্রদীপ রায়ের দুই দিনের রিমা- মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওরের মেঘনা বারোঘর জলমহাল নিয়ে প্রদীপ রায়ের সমর্থক মেঘনা সমিতির লোকজনের সাথে গ্রামের রোহেল মিয়ার লোকজনের সংঘর্ঘ হয়। সংঘর্ষের সময় রোহেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহত রুহেল মিয়ার ভাই সোহেদ মিয়া বাদি হয়ে গত ২২ অক্টোবর দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনকে আসামী করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার বেলা তিনটায় সুনামগঞ্জ বিচারালয়ের দিরাই কোর্টে তার জামিন শুনানি হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি দিরাই থানার জারলিয়া প্রকাশিত জাইল্লা জলমহালের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় একরার হোসেন নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় ৩৯ আসামীর মধ্যে প্রদীপ রায়ও ছিলেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি।
শনিবার আদালতে শুনানীর সময় আসামী পক্ষে আইনজীবী ছিলেন হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও বশির উদ্দিন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন, প্রদীপ কুমার নাগ ও বিমান কান্তি রায়।
- শাল্লায় কমিউনিটি পুলিশিং সমাবেশ
- কয়লার মূল্য বৃদ্ধিতে বিপাকে ইটভাটার মালিকেরা