দিরাই সংবাদদাতা
দীর্ঘ প্রতীক্ষার পর দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মতো দুজন গর্ভবতী মহিলার সিজারিয়ান সেকশন অপারেশন করার মাধ্যমে সিজার ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর বুধবার বিকালে এ অপারেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। দু’জন মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াসিন আরাফাত প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এবং সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেনের নেতৃত্বে এ অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত মাসেও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার মধ্যে নরমাল ডেলিভারিতে প্রথম স্থান অর্জন করে।
ডা. মো. রায়হান উদ্দিন জানান, উপজেলার লোল্লারচর গ্রামের প্রশান্ত হাজরার স্ত্রী মনি হাজরা (২৩) এবং দাউদপুর গ্রামের জসিম মিয়ার স্ত্রী লুতফা বেগম (২৫) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
অপারেশন কার্যক্রমে সহযোগিতা করেন অজ্ঞানবিদ ডাক্তার মৃগাঙ্ক ভট্টাচার্য, সার্জন সানজিদা শারমিন, ও ডা. ফারজানা আফরিন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, দিরাই—শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তার সহযোগিতা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াসিন আরাফাতের প্রচেষ্টায় এ কার্যক্রম আলোর মুখ দেখেছে। আমাদের বিশ্বাস হাসপাতালের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
- ‘বারকি’ নিয়ে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর জলোপাখ্যান বইমেলায়
- ছাতকে জালালাবাদ গ্যাসের পরিত্যাক্ত লাইনের পাইপ চুরি