স্টাফ রিপোর্টার, তাহিরপুর
এক হাজার টাকা করে জরিমানা ও ৬ মার্চ সোমবারের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ শেষ করে দিবে মর্মে দুই প্রকল্প সভাপতিকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) তাহিরপুর মহালিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে এই জরিমানা করেন। মহালিয়া হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে শুক্রবার দুপুর ১২টায় মহালিয়া হাওর থেকে তাদের আটক করে তাহিরপুর থানা হাজতে রাখা হয়। আটককৃতরা হলেন- শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মহালিয়া হাওরের ১৯ নং প্রকল্পের সভাপতি মুশাহিদ মিয়া ও ১৬ নং প্রকল্পের সভাপতি ফজলুল হক।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মহালিয়া হাওরের দুই প্রকল্প সভাপতিকে আটকের ৮ ঘন্টা পর এক হাজার টাকা করে জড়িমানা আদায় ও ৬ মার্চ সোমবারের মধ্যে প্রকল্প কাজ শেষ করে দিবে মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
- ধর্মপাশায় বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
- সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত