বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার মো. তানভীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ, ফতেপুর চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক, হরিশচন্দ্র বর্মন রিপন, চমক চৌধুরী, রিপন দাস, সুব্রত মৈত্র, যুগেন্দ্র সরকার, অনিল চন্দ্র, সুকেশ পাল, রাকেশ হাজং প্রমুখ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিটি পূজা মন্দিরে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা করেন।
উল্লেখ্য, এবার উপজেলায় এ বছর ৩০টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।
- শান্তিগঞ্জে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের ত্রাণ বিতরণ
- প্রারম্ভিক সভা