ছাতক প্রতিনিধি
ছাতকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সাহসিকতার সাথে কাজ করছে। অপরাধ কর্মকা- নির্মুল করতে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির সোনার বাংলা গড়তে পুলিশ বাহিনী বদ্ধপরিকর।
সম্পতি মুক্তিরগাঁও-বাশখলা সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, গুটি কয়েক লোক গোটা এলাকার মানুষের শান্তি বিনষ্ট করবে পুলিশ তা হতে দেবে না। এ হত্যাকা-ের ঘটনায় জড়িত সকলকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি হুশিয়ার করে বলেন, জড়িতদের গ্রেফতারের পর কোন বিশেষ পরিচয় নিয়ে তদবির করলে তা মানা হবে না। এখানে হয় পুলিশ থাকবে নতুবা থাকবে অপরাধিরা।
বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে থানা পুলিশ কতর্ৃৃক আয়োজিত মতবিনিময় সভায় ডিআইজি এসব কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।
এছাড়াও বক্তব্য রাখেন ছাতক উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, মুক্তিরগাঁও গ্রামের পক্ষে আব্দুল কাদির প্রমুখ।
সভায় সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আলকাছ আলী, আব্দুল মানিক মেম্বার সহ মুক্তিরগাঁও-আটগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন কনস্টেবল বিজন কুমার দাস।
এদিকে বৃহস্পতিবার জামালগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম। এসময় ডিআইজিকে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহন শেষে ডিআইজি শাহ মিজান শফিউর রহমান থানার বিভিন্ন কার্যক্রম দেখেন এবং নবনির্মিত থানার সীমানা প্রাচীর বর্ধিতকরণ, আলোকসজ্জা ও ডাইনিং রুমের উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. সাহিদুর রহমান।
- প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ৭৫জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীকে অনুদানের চেক বিতরণ