দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ১১ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশতলা (কলোনি) গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি সড়কে বের হয়। এসময় একই গ্রামের আবুল কালামের বখাটে ছেলে সজিব (২২) ও আব্দুল জলিলের বখাটে ছেলে শরিফ (২০) দুইজন শিশুর মুখ চেপে ধরে হকনগর শহিদমিনার রেস্ট হাউজের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত শিশুকে উদ্ধার করে পরিবার। ওইদিন রাত থেকে স্থানীয় মাতব্বরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা না নিতে বাধা প্রদান করে।
স্থানীয় ইউপি সদস্য আলআমিন জানান, ধর্ষণের বিষয়টি শুনে আমি ভিকটিমের পরিবারকে আইনী আশ্রয় নেওয়ার কথা বললে তারা অপরাগতা প্রকাশ করেন। রবিবার বিকেলে পুলিশ এসে হাসপাতালে পাঠিয়েছে বলে শুনেছি। বর্তমানে ভিকটিম সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পুলিশ হেফাজতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।
- মঞ্চস্থ হলো উদীচীর নাটক ‘বাঁচন দায়’
- বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের