দোয়ারাবাজার উপজেলায় চিকিৎসা সেবা প্রদান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরবর্তী চিকিৎসা পরামর্শ সেবা, পানি বিশুদ্ধকরণ টেবলেট ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মেডিক্যাল টিম গঠনের মধ্যেমে নৌকা যোগে বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী পানিবাহিত রোগ বিষয়ক পরামর্শ সেবা প্রধান করা হয়।
শনিবার দিনব্যাপী দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর, বাগরা, বরবন্দ ও সুরমা শরীপপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেন মেডিক্যাল টিম।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু ছালেহিন খান এর নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণও করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু ছালেহিন খান, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. হাসান মাহমুদ, এএইচ আই নজরুল ইসলাম, সেনিটারি ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ, এইচ এ আয়েশা আক্তার, সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন, তাজুল ইসলাম, যুবলীগ নেতা ফিরোজ মিয়া,নজরুল ইসলাম প্রমুখ।