দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরষ্কার বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা প্রকৌশলী মুনসুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. আবু ছালেহিন খান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো নুরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার জয়নাল আবেদীন, ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার মা. জিয়া উদ্দিন, মৌলানা গৌছ উদ্দিন, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী মো.সফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারীকে সম্ভু দাস, অমিত দাস প্রমুখ।
- জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
- জগন্নাথপুরে দুই ওয়ার্ডে উপনির্বাচন সম্পন্ন