দোয়ারাবাজারে এমপি মানিকের জন্মদিন পালন

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক দোয়ারাবাজার ২২৮ সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপির ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক এর সভাপতিত্বে কেক কাটা, মিষ্টি বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাছম আলী, কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. হাছান মাহমুদ, মো.সিরাজুল ইসলাম, মো.আলাউদ্দিন, আব্দুল জলিল, আব্দুর রউফ (কাছন মিয়া), সিরাজ মিয়া, সেচ্ছাাসেবকলীগ নেতা ছালিক মিয়া, কৃষক লীগের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সায়েস্তা মিয়া, আমিনুল হক, হরি ধন দাস, সৌদি আরব প্রবাসী মো.আব্দুল্লাহ, অলিউর রহমান, রকি আহমদ রানা, ছাত্রলীগ নেতা নিউটন দাস সয়ন, জলক লাল দাস, ডা.মিতুল চক্রবত্রী প্রমুখ।