দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আবু ছায়েদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের হাওরের একটি ধান ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজেদের গরু চড়াতে যায় আবু ছায়েদ। বিকেলে গরু বাড়ি আসলেও সে বাড়ি ফিরেনি। পরদিন শনিবার সকালে তার বাড়ীর লোকজন অনেক খোঁজাখুঁজির পর গ্রামের একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজন জানান, সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। তবে আবু ছায়েদের মৃত্যু বিষয়ে কেউ পরিস্কার কিছু বলতে পারেনি।
থানার ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
- শাবিপ্রবিতে যাবেন না শিক্ষামন্ত্রী
- বিধিনিষেধের বালাই নেই জগন্নাথপুরে