দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের টেবলাই বাজার এলাকায়। নিহত নারী হলেন উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর (রাজনগর) গ্রামের জাকির হোসেনের স্ত্রী দিলারা বেগম (৪৫)।
গত শুক্রবার বিকাল সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের মুসলেম উদ্দিনের পুত্র রাসেল মিয়ার ভারাটিয়া মোটরসাইকেলে করে শান্তিপুর গ্রাম থেকে টেবলাই এলাকায় যাওয়ার পথে স্পীড ব্রেকারে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের পেছন থেকে দুজন যাত্রী পড়ে যান। স্থানীয় লোকজন দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আহত পারুল বেগম ও দিলারা বেগমকে। পরে দিলারা বেগমকে চিকিৎসক সিলেটে যাবার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। স্বজনরা দিলারা বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়া গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিলারা বেগমের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাদের কোন প্রকার অভিযোগ নেই বলে লাশ নিয়ে ইসলামপুরে দাফন করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, পরিবারের লোকজন থানায় হাজির হয়ে একটি লিখিত দেন যে তাদের কোন প্রকার অভিযোগ নেই। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেন।
- তাহিরপুরের হাটবাজারে সিলিন্ডার গ্যাসের সংকট
- বাদাঘাট পাবলিক হাইস্কুল/ নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শেষ করুন