ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় উপজেলায় হাওরের শতভাগ বোরো ফসল কর্তন হওয়ায় ধানকুনিয়া হাওরে গাগলাখালি (স্লুইচগেট) জলকপাট খুলে দেওয়া হয়েছে। হাওরে অবাধ পানি প্রবাহ নিশ্চিতকরণ, মাছ রক্ষা ও বংশবৃদ্ধির জন্য এ জলকপাট খুলে দেওয়া হয়। উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় জলকপাট খুলে দেওয়া উপলক্ষে আয়োজিত কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, পাইকুরাটি ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। গত বছরও বোরো ফসল কর্তনের পর এই জলকপাট খুলে দিয়ে হাওরে পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছিল।
- তাহিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- খেলার মাঠের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন