ধর্মপাশা প্রতিনিধি
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ধর্মপাশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তেন এক আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
- প্রতাপ চন্দ্র শর্মা স্মৃতিকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ
- কাদিয়ানীদের বিরুদ্ধে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল