ধর্মপাশায় আ.লীগের সদস্য সংগ্রহের উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ স্থানীয় গণমিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন আক্তার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে আগ্রহীদের মাঝে আওয়ামী লীগের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।