ধর্মপাশায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় হাসপাতাল রোডস্থ ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে ধর্মপাশা মাস্টার বাড়ী সুফিয়া-রহিম গণপাঠাগারের উদ্যোগে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্মার্ট বাংলাদেশ- স্মার্ট গ্রন্থাগার এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় গণপাঠাগারের সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও শিক্ষক মনির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক গোলাম জিলানী, শিক্ষক মোঃ আজিজুল হাকিম, আফরোজা আক্তার, পিংকি তালুকদার, হাফসা আক্তার, রতœা আক্তার, শ্রেষ্ঠ পাঠক মো. মিজানুর রহমান, মো. নূর আলম, ফাতেহা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।