ধর্মপাশা প্রতিনিধি|| ধর্মপাশায় স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটে ও ইভটিজারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওর কাছে আবেদন জানিয়েছেন উকিলপাড়াসহ আশাপাশের এলাকার অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল, শওকত আলী বেপারী, নেহাল উদ্দিন, হাফিজুল হক, ফারুক আহমেদসহ ৪১ জন অভিভাবক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন দাখিল করেন।
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের বিএডিসির পুরাতন ভবন, প্রাণি সম্পদ কার্যালযের সামনে, ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, উকিলপাড়া মোড়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া, মহল্লা, রাস্তার মোড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে, কোনো কোনো ভবনের সামনে উঠতি বয়সের বখাটে তরুণ ও ইভটিজাররা ওঁৎ পেতে। তাদের সামনে দিয়ে ছাত্রীরা স্কুল-কলেজ বা কোচিংয়ে গেলে ছাত্রীদের উত্ত্যক্ত করা হয়। ছাত্রীরা এ ব্যাপারে অভিভাববকদের অবগত করে। আর ছাত্রী অভিভাবকদের পক্ষ থেকে বখাটে বা ইভটিজারদের অভিভাবকদের অবগত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। বিগত সময়ে কয়েকজন বখাটেকে জরিমানা ও তাদের অভিভাবকদের মুচলেকা নেওয়ায় বখাটেদের উৎপাত বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি উল্লেখিত স্থানসমূহে তাদের উৎপাত আবার বেড়েছে। বখাটেদের জন্য নির্ধারিত স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্বিগ্ন এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে আবেদন করা হয়েছে।
আবেদনে স্বাক্ষরকারী হলিদাকান্দা গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন, বখাটেদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা না হলে বারহাট্টার স্কুল ছাত্রীর মতো ঘটনা এখানেও ঘটতে পারে।
হলিদাকান্দা গ্রামের বাসিন্দা ও উকিলপাড়া মোড়ের ব্যবসীয় নূরুল ইসলাম বলেন, মোড়ে দোকান থাকার সুবাদে বখাটেদের বখাটেপনা সহজেই চোখে পড়ে। এদের উৎপাতের কারণে আমাদের মেয়েরা শিক্ষা গ্রহণ করতে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পায়।
নোয়াবন্দ গ্রামের বাসিন্দা নেহাল উদ্দিন বলেন, কোনো উপায় না পেয়ে আমরা অবশেষে প্রশাসনের ধারস্থ হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি লিখিত আবেদন পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে যাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন সে জন্য এসিল্যান্ডকেও বিষয়টি অবগত করা হয়েছে।
- শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা, কমিটির মাসিক সভা
- জগন্নাথপুরে ধান কাটা শেষ, বাম্পার ফলনে খুশি কৃষক