ধর্মপাশায় বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

ধর্মপাশা প্রতিনিধি
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। শনিবার দিনব্যাপী তিনি ধর্মপাশা সদর, জয়শ্রী, সুখাইড় রাজাপুর সুখাইড় উত্তর ও সুখাইড় দক্ষিণ ইউনিয়নের অর্ধশত বাঁধ পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিজন কুমার সিংহ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশসহ পিআইসিদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।