ধর্মপাশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ফিউচার লিডার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম মিয়া, প্রণয় কান্তি চক্রবর্তী, তপতী রাণী সিংহ, জয়া রাণী তালুকদার, সাদিয়া আফরিন স্মৃতি, তাসলিমা আক্তার, ফেরদৌসি জান্নাত, সমকাল সাংবাদিক এনামুল হক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।