ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা খাদ্যগুদামে সরকারি ন্যায্য মূলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন কুর্মী প্রমুখ। উদ্বোধনের প্রথম দিন তিনজন কৃষকের ৯ টন ধান সংগ্রহ করা হয়। এবার ধর্মপাশা খাদ্যগুদামে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিমণ ১ হাজার ২০০ টাকা দরে ১ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
- দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ধর্মপাশায় আ.লীগের সদস্য সংগ্রহের উদ্বোধন