ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় হনুফা খাতুন নামে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হনুফা খাতুন সরিষাকান্দা গ্রামের মৃত গণি মিয়ার স্ত্রী। ওইদিন দুপুুর ১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক ইমাদ উদ্দিনকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। চালক ইমাম উদ্দিন জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাশরাফ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন দুপুর ১টার দিকে হনুফা নিজ বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় মান্নানঘাট থেকে ধর্মপাশামূখী ইমাদ উদ্দিনের যাত্রীবাহী মোটরসাইকেল হনুফাকে ধাক্কা দেয়। এতে হনুফা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ইমাদকে আটক ও তার মোটরসাইকেলটি জব্দ করে। আর স্থানীয়রা হনুফাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে ওইদিন রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহত হনুফার ছেলে লিটন মিয়া বাদি হয়ে ধর্মপাশা থানায় মামলা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে-এমপি মানিক
- জয় বাংলা কনসার্ট/তারুণ্যের উচ্ছ্বাস