ধর্মপাশায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ও মধ্যনগরে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের যৌথ স্বাক্ষরে উপজেলা পর্যায়ে ইভেন্ট ও গ্রুপ ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীসহ অন্যান্যের তালিকা প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিধান চন্দ্র তালুকদারের নাম নির্বাচিত করা হয়। সোমবার ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়।