ধর্মপাশা ও জামালগঞ্জে বাঁধ পরিদর্শনে রনজিত সরকার

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের ৩২ নম্বর পিআইসির ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিত সরকার।
এসময় তিনি বলেন, হাওরের কৃষকদের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রæয়ারির মধ্যে সব বাঁধের কাজ শেষ করতে হবে। এসময় তিনি দ্রæত কাজ শেষ করার দাগিদ দেন সংশ্লিষ্টদের।
পরে তিনি গোলকপুর বাজার, সুখাইড় বাজার, জয়শ্রী বাজার, জামালগঞ্জ সদর, সাচনা বাজার, চানপুর বাজার, মান্নান ঘাট বাজারে গণসংযোগ করেন।
এসময় উপস্থিতি ছিলেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক অ্যাড. রুকন মিয়া, সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা জয়াশীষ লিটন, মধ্যনগর উপজেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এএইচএম ওয়াসিম, যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, জামালগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জামাল আহমেদ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সভাপতি মকবুল মিয়া, সাধারণ সম্পাদক পূলক দাস, জয়শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌতম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার প্রমুখ।