ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধর্মপাশা প্রতিনিধি
দীর্ঘ ১৪ বছর পর ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বিদ্যালয়ের সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার। সহকারী শিক্ষক রিপন কুমার তালুকদার ও মোশারফ হোসেন তালুকদারের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, ম্যানেজিং কমিটির সদস্য আযহারুল ইসলাম দিদার। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, দলীয় ও একক নৃত্য পরিবেশন করে। দীর্ঘ বছর পর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।