ধান সংগ্রহে অনিয়ম সহ্য করা হবে না- জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ধান সংগ্রহে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না। সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। কোন ধরণের সিন্ডিকেটের খবর আমার কানে আসলে সংস্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বেলা ১ ১টায় দিরাইয়ে উপজেলা পর্যায়ে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুবলীগ নেতা লালন মিয়া, কামনাশীষ রায়, ইকবাল সরদার প্রমুখ।
উল্লেখ্য, ৩২ টাকা কেজি দরে দিরাই উপজেলায় ২ হাজার ৪৭২ মে.টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে দিরাই পৌর সদরে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও রাজানগর ইউনিয়নে নির্মাণাধীন শেখ হাসিনা মৎস্য মঙ্গল কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।