স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দ্রব্যমূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে এখনো নিয়ন্ত্রণে আছে। যুক্তরাজ্যে বেড়েছে ১০ দশমিক চার শতাংশ। আমাদের বেড়েছে নয় দশমিক তিন শতাংশ। এই মাসে আবার দ্রব্যমূল্য বাড়তে পারে। তবে নতুন ধান ওঠা শুরু হলেই দ্রব্যের মূল্য কমবে।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণের পক্ষে নয় সরকার। কিন্তু কোথাও পণ্য মওজুদ করা হচ্ছে শুনলে, সেটি দেখার আছে। সরবরাহ ঠিক রেখে, সড়ক যানজট মুক্ত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ হচ্ছে বলে জানান তিনি।
সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিউট, নার্সিং কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের কাজের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জে কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হবে। ২০ সিটের প্লেন সুনামগঞ্জে নামবে এমন স্বপ্নও দেখছি আমি।
সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন বর্ধিতকরণ নিয়ে কথা বলার সময় তিনি বলেন, রেল লাইন কোন দিকে আসবে, এই নিয়ে কেউ কেউ কথা ওঠিয়েছেন। তিনি বললেন, একটি বিষয় সকলকেই মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৃতির প্রতি সংবেদনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। সেই বিবেচনায় এবং বেশি মানুষকে সংযুক্ত করতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশ দিয়ে রেল লাইন সুনামগঞ্জে আসার যুক্তি আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দোয়ারা হয়ে রেল লাইন আসতে দুটি বড় সেতু পারাপার হতে হবে। পান্ডারখালে বাঁধ হওয়ায় এই অঞ্চলের মানুষের কিছুটা ক্ষতি হয়েছে। আবার ওদিকে রেল লাইন করতে গেলে আরও উঁচু সড়ক করতে হবে। তাতে মানুষ আরও ক্ষতির মুখে পড়বেন। মহাসড়কের পাশ দিয়ে রেল লাইন আসলে জেলার অন্যান্য উপজেলার বাসিন্দারাও উপকৃত হবেন।
মন্ত্রী বলেন, সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুনামগঞ্জকে অবহেলিত মনে করেন। সুনামগঞ্জের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ আছে। সুনামগঞ্জবাসীকে তাঁর ভালোবাসার প্রতিদান দিতে হবে। তিনি সুনামগঞ্জকে বিশেষ অঞ্চল বিবেচনায়, এখানকার অভাবী মানুষের জন্য আগামী কয়েকদিন ওএমএস’র চালের ডিলার বাড়ানো যায় কি-না খাদ্য মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মমিনুল হক, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম, জেলা খাদ্য কর্মকর্তা মঈনুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন প্রমুখ।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা