লন্ডন প্রতিনিধি
নর্থ ইংল্যান্ডে কর্মরত ব্রিটিশ বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নামে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ ছাদেক আহমদকে প্রেসিডেন্ট ও গৌছুল চৌধুরীকে সেক্রেটারী করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। গেল ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার ম্যানচেষ্টারের জিএমবিএ’র হল রুমে এই কমিটি গঠন করা হয়।
বাংলাটিভির এমডি সাজ্জাদ আজিজ মালিকের সভাপতিত্বে মিসবা উদ্দিন সায়েম ও গৌছুল চৌধুরীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জিএমবিএ এর চেয়ারম্যান এ নাসের ওয়াহাব, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, শেখ ছুরত মিয়া আছাব, কাউন্সিলার হাসান খাঁন, আহমদ হোসেন হেলাল সহ নর্থ ইংল্যান্ডে কর্মরত বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ।