নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ বসন্ত বরণ উৎসব

‘আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায়’ কবিগুরুর এই গানের মর্মবাণী ধারণ করে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এনইইউবি কালচারাল ক্লাবের গান, আবৃতির মনোমুগদ্ধ আয়োজনে রঙ্গিন ছিলো ‘বসন্ত বরণ উৎসব—১৪২৯’।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উপদেষ্ঠা, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন পারভেজ।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব—এর ব্যানারে বিভিন্ন পরিবেশনায় একে একে মঞ্চ মাতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুগদ্ধ করেন আবৃতি আর গানের মুর্ছনায়।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, কালচারাল ক্লাবের সভাপতি সপ্তষীর্ দেব শান এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ শিক্ষক—কর্মকর্তা—কর্মচারীগণ বসন্ত বরণের প্রাণবন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রেস নিউজ