নলুয়ায় এক কিলোমিটারে মাটি পড়েনি

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের নির্ধারিত সময় গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এ সময়সীমার মধ্যে কয়েকটি প্রকল্পেও এখনো মাটি পড়েনি।
সরেজমিনে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের কয়েকটি বাঁধের কাজ পরির্দশনকালে দেখা যায়, প্রায় এক কিলোমিটার এলাকায় এখনো মাটি পড়েনি। তবে কাজ চলমান রয়েছে।
হাওর ঘুরে দেখা যায়, নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ৯ নম্বর প্রকল্পের ১ কিলোমিটার ২৪৬ মিটার দৈর্ঘ্য বাঁধের ৭০০ ফুট এলাকায় এখনো মাটি পড়েনি। এ প্রকল্পের অংশের দুইপাশে মাটি ফেলে রাখা হয়েছে। এছাড়া অপর অংশে মাটির কাজ চলছে। ১০ নম্বর প্রকল্পের ভাঙা গর্তে কাজ চলছে। ১১ নম্বর ও ১৩ নম্বর প্রকল্পের ৩০০ ফুট এলাকায় মাটির কাজ বাকী রয়েছে। এছাড়া, ৩, ৪, ৫, ৬,৭ ও ৮ নম্বর প্রকল্পের মাটি কাজ শেষ হলেও বাঁধের শতভাগ কাজ শেষ হয়নি।
নলুয়া হাওরের ভুরাখালি গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, বাঁধের কাজের সময়সীমা শেষ হলেও এখনো নলুয়া হাওরে এক কিলোমিটার এলাকায় মাটির কাজ হয়নি। নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত না হওয়াতে আমরা কৃষকরা চিন্তিত বোরো ফসল নিয়ে।
১১ নম্বর প্রকল্পের সভাপতি রুবেল মিয়া জানালেন, দুই তিনদিনের মধ্যে কাজ শেষ করা হবে।
৯ নম্বর প্রকল্পের সভাপতি আব্দুস শহিদ এর সঙ্গে মুঠোফোনে সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। ৪ নম্বর প্রকল্পের সভাপতি রনধীর কান্ত দাস নান্টু বলেন, আমার প্রকল্পের কাজ শেষ শুধু দুর্বা লাগানো চলছে।
কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৪৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার কাজ করা হচ্ছে। এসব কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখনো কাজ শেষ হয়নি।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিলাওর হোসেন বলেন, হাওর ঘুরে কাজের নির্ধারিত সময়ে কোন প্রকল্পের কাজ শেষ না হওয়া দুঃখজনক। কাজের ধীরগতি ও অবহেলায় আমরা হাওরের ফসল নিয়ে দুশ্চিন্তায় ভুগছি।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের শতভাগ একটি প্রকল্পের কাজ শেষ হয়নি। বাঁধের কাজে এবার তদারকি নেই বললেই চলে। এখনো কয়েকটি প্রকল্পে মাটি পড়েনি। বেড়িবাঁধের কাজে দায়িত্বহীনতায় আমরা হতাশ।
তবে পাউবোর উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, কাজে কোন ধরনের গাফিলতি নেই আমাদের। নলুয়া হাওরে এখনো কয়েকটি প্রকল্পে মাটি পড়েনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, যেসব স্থানে মাটি পড়েনি, সেসব এলাকা আমাদের কাজেও আওতাভুক্ত নয়। জগন্নাথপুর উপজেলায় ৮৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। কাজের আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
হাওরের বাঁধের কাজ নিয়ে কথা বলতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের কার্যালয়ে গিয়ে জানা গেল, তিনি সুনামগঞ্জে মিনিংয়ে আছেন। মোবাইলে যোগাযোগ করা হয়ে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এ বছর জগন্নাথপুর উপজেলায় নলুয়া হাওরসহ ছোট বড় ১৫টি হাওরে ২০ হাজার ৩শ’ হেক্টর বোরো ফসল আবাদ করা হয়েছে।