স্টাফ রিপোর্টার
শিল্প—সংস্কৃতির বিষয়ক লেকচার ওয়ার্কশপ সুনামগঞ্জের নাট্য চর্চার শেকড় অন্বেষণ বিষয়ক আলোচনা ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব রমেন্দ্র ভট্টাচার্য ও পৌর কলেজের সহযোগী অধ্যাপক আবু নাসের।
এসময় আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক তপন কর, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, সাধারণ সম্পাদক অমিত বর্মন, প্রসেনিয়াম থিয়েটারের শুভ্র তালুকদার সহ অন্যান্য নাট্যকর্মী।
আলোচনায় সুনামগঞ্জের গত ১শ বছরের নাটকের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রয়াত নাট্য ব্যক্তিত্ব দেওয়ান মহসিন রাজা চৌধুরী, ডা. তরুণী কান্ত দে, শাহ আবু তাহের, সত্য রঞ্জন তালুকদার সহ নাট্য ব্যক্তিত্বের সুনামগঞ্জে নাটকের অবদান নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে বর্তমান সময়ে নাটককে কি ভাবে নাট্য আন্দোলনে রূপ দিয়ে গুজব, কুসংস্কার মুক্ত সমাজ গড়তে নতুনদের প্রতি আহ্বান জানান।
- মধ্যনগরে গণশুনানী অনুষ্ঠিত
- ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি