পণতীর্থ ও ওরসে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে

স্টাফ রিপোর্টার
পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরস উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবছরও তীর্থযাত্রায় আসা মানুষের নিরাপত্তায় সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু, বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার, ধনপুর বাজার, আনন্দ বাজার, পণতীর্থ, জাঙ্গালহাটি, ঢালারপাড়, মেলায় প্রবেশের সড়ক এবং মেলা থেকে বের হওয়ার সড়ক লাউড়েরগড় তিনমুখী সড়ক থেকে স্বরূপগঞ্জ বাজার, মাছিমপুর বাজার, চিনাকান্দি বাজার, মথুরকান্দি বাজার, বাঘবের বাজার, চালবন পয়েন্টে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।
আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত মোটর সাইকেল ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ২৫০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত জনপ্রতি ২০০ টাকা। মোটর সাইকেলে ২ জনের বেশি যাত্রী নেয়া যাবে না। এদিকে আব্দুর জহুর সেতু থেকে মেলা পর্যন্ত সিএনজি ও লেগুনা ভাড়া জনপ্রতি ১৭০ টাকা এবং পলাশ বাজার থেকে মেলা পর্যন্ত ১২০ টাকা নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, হযরত শাহ আরেফিন (রহঃ) মোকাম পরিচালনা কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন, গড়কাটি ইসকন মন্দিরের পরিচালজ রাজ শ্যামগোপাল দাস, গড়কাটি সৎসঙ্গ মন্দির পরিচালক এনসি রায়, রামকৃষ্ণ আশ্রম সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, শ্রী শ্রী অধৈত কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।