স্টাফ রিপোর্টার
‘ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে পথনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সুনামগঞ্জ এরিয়া প্রোগাম ,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রবিবার দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়রম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের, প্রোগ্রাম অফিসার উত্তম হালদার, প্রোগাম কুয়ালিটি ও স্পেশালিস্ট অফিসার প্রনব দেব, স্পন্সরশীপ চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমান প্রমুখ। পরে সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলীর পরিচালনায় পথনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে পথনাট্য অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
- জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচন/ প্রচারণায় ডন-পলিন
- কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত