পীরপুর বাণীতলায় অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণ সমাপ্ত

ছাতক প্রতিনিধি
ছাতকে বাণী সেবাশ্রমের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তণ সমাপ্ত হয়েছে। ঐতিহ্যবাহী পীরপুর বাণী তলায় বৃহস্পতিবার অধিবাসের মাধ্যেমে নাম ও লীলা সংকীত্তণ শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, গুরু পূজা, প্রার্থনা-আরতী ও’ শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। গীতা পাঠ করেন ছাতক মহাপ্রভুর আখড়ার সেবায়িত হিমাদ্রী শেখর গোস্বামী মহর। লীলা সংকীর্ত্তণ পরিবেশন রেন দেশের খ্যাতনামা কীত্তর্ণীয়া গোবিন্দ চক্রবর্ত্তী রাখাল, রমেন্দ্র নারায়ন দাস অতি, মিন্টু চক্রবর্ত্তী ও সাজুমনি দাস। শনিবার বিকালে দধিভান্ড ভঞ্জনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী লীলা সংকীর্ত্তণ সমাপ্ত হয়।
সেবাশ্রম কমিটির সভাপতি গোবিন্দ চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস জানান, প্রতিবছরের ন্যায় এ বছর বাণী তলায় লীলা সংকীর্ত্তণ উৎসব অনুষ্ঠিত হয়েছ্।ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন মানত নিয়ে মনবাসনা পূরণ করতে বাণীতলায় উৎসবে আসেন।