পূবালী ব্যাংক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামালগঞ্জ থানা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পূবালী ব্যাংক লি. দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে জামালগঞ্জ থানার দল চ্যাম্পিয়ান হয়েছে। মঙ্গলবার রাতে জামালগঞ্জ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের মাঠে উপজেলা প্রশাসন দলকে ২-১ এ হারিয়ে জামালগঞ্জ থানা দল চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। পূবালী ব্যাংক ব্যবস্থাপক মো. এমদাদুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হিল্লোল, জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মজিবুর রহমান।
এসময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়ার ও রেফারীর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশ^জিত দেব। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়ার দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এধরনের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন তিনি। উপজেলার দ্বৈত ব্যডমিন্টন টুর্নামেন্টে উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে।