জগন্নাথপুর অফিস|| জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তরুণী সুমা বেগম খুনের রহস্য কিছুটা উদঘাটন হয়েছে। তার স্বামী আমিনান রহমান (৪৫) তাকে খুন করে মরদেহ সুটকেসের ভেতরে ঢুকিয়ে রিভার লিং নদীতে ফেলে দেয়। পুলিশ মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহত তরুণীর স্বজনরা জানান, চার বছর আগে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সুমা বেগম এর বিয়ে হয় লন্ডন প্রবাসী তালতো ভাই আমিনান রহমানের সঙ্গে। তাদের আড়াই বছর ও চার মাসের দুই সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব লন্ডনের একটি বাড়ীর তৃতীয়তলা বসবাস করতেন। ২৯ এপ্রিল তাকে হত্যা করে তার স্বামী। ৩০ এপ্রিল সুমার খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশ কে অবহিত করেন। পুলিশ সুমার স্বামী কে আটক করে তদন্তে নেমে জানতে পারে সুমা কে হত্যা করা হয়েছে। এঘটনায় সুমার স্বামী কে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে থাকা সুমার ভাই আবু সালেহ বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। সেখানে আমাদের আত্বীয় স্বজনরা বিষয়টি আইনিভাবে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছেন। আমরাও প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।
মাহমুদপুর গ্রামের বাসিন্দা কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছালিক মিয়া জানান, বর্বর এ হত্যাকা-ের ঘটনা আত্মীয় স্বজনদের মাধ্যমে বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যাওয়ায় পরিবারের পাশাপাশি গ্রামবাসীও মর্মাহত।
- জগন্নাথপুরে ধান কাটা শেষ, বাম্পার ফলনে খুশি কৃষক
- উত্তরাধিকার কেবল উপন্যাস নয়, সময়ের অসাধারণ দলিল