স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দেবরের দায়ের কোপে আহত সুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ওই নারীর বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের চানবাড়ি গ্রামে। তাঁর স্বামীর নাম আকমল হোসেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সকালে মুঠোফোনে বিষয়টি তাকে জানিয়েছেন। নিহতের পরিবার লাশ দাফনের পর থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছেন তিনি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকমল হোসেন জানান, বাড়ির পাশের কিছু জমি নিয়ে তার ভাই একরামুল হকের সঙ্গে তাদের বিরোধ ছিল। সোমবার সকালে ওই জমিতে তৈরি করা খলায় ধান শুকাচ্ছিলেন তারা। এসময় একরামুল হক সেখানে গিয়ে জমিজমা বিষয়ে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। এসময় একরামুল হক তাকে মারতে এলে সুলেখা বেগম গিয়ে বাধা দেন। সুলেখা বেগমের বড় ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী সাইদুল হক এইসময় এগিয়ে গেলে একরামুল তাকে দা দিয়ে কোপ মারেন। সাইদুল হককে সরিয়ে দেওয়ায় কোপটি তার গায়ে না লেগে সুলেখা বেগমের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
আকমল হোসেন বলেন, আমার ছেলে প্রবাসে থাকে। সম্প্রতি দেশে এসেছে। তাকে রক্ষা করতে গিয়েই তার মা জীবন দিল। আমরা লাশ দাফনের পর থানায় মামলা করব।
- দোয়ারায় আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে মঙ্গলপুর একাদশ জয়ী
- ‘বিএনপিকে ধংস করার জন্য ষড়যন্ত্র করছে আ.লীগ’