স্টাফ রিপোর্টার
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সরকারি বেসরকারি নানা সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রশাসনসহ বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এজেএম রেজাউল আলম’র সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ দাস প্রমুখ।
নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শহরে মিছিল বের হয়। শহরের ষোলঘর অফিস চত্বর থেকে সকাল ১০ টায় বের হয় সংগঠনের মিছিল।
দুপুর ১২ টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে আলোচনা সভা হয়। পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্’এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট আব্দুল্লা বিন রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জ্যেষ্ঠ সাংবাদিক রওনক বখ্ত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জ্যেষ্ঠ সাংবাদিক লতিফুর রহমান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, মহিলা কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক দিলরুবা বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফি প্রমুখ।
বক্তারা বলেছেন, সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলেই এগুচ্ছেন নারীরা, কর্মক্ষেত্র অসাধারণ সাফল্য এখন নারীদের। সকল ক্ষেত্রেই নারীর জয় জয়কার। গ্রামীণ নারীরা এখন কর্মমূখী। নারীর শ্রমেই এগুচ্ছে দেশ।
এদিকে ‘এ লড়াই নারী মুক্তির লক্ষ্যে নারী সমঅধিকার ও সমমর্যাদা প্র্রতিষ্ঠার। বাজার ও প্রভাববলয় পুনর্বণ্টন নিয়ে একক পরাশক্তি মার্কিনের নেতৃত্বে ন্যাটো এবং সাম্রাজ্যবাদী রাশিয়ার ও পুঁজিবাদী চীনের মধ্যে চলমান আন্তঃ সাম্রাজ্যবাদী যুদ্ধের ধারাবাহিকতায় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন ও রুখে দাঁড়ান’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি দীপ্তি সরকার’র সভাপতিত্বে ও নিলামনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাঙ্কর দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সুখেন্দু তালুকদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, স- মিল শ্রমিক সংঘ বিভাগীয় সভাপতি আইবুর রহমান, সদস্য,রুসনা আক্তার, কাকলি দাস,শিল্পী রাণী চন্দ প্রমুখ। আলোচনার মাঝে মাঝে জলে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান পরিবেশনা।
- ধর্মপাশায় বাঁধ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
- অবশেষে পরমেশ্বরী মন্দিরে টিউবওয়েল স্থাপন