প্রতিশ্রুতি রাখলেন ইউএনও/ শত বছরের বৃদ্ধ পেলেন ভাতা

জামালগঞ্জ প্রতিনিধি
গত বন্যায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কাশীপুর ইউসুফনগর গ্রামে ত্রাণ বিতরনে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। সেখানে ত্রাণ নিতে আসা শত বছরের বৃদ্ধ ছামির উদ্দিন ইউএনও’কে তার দারিদ্রতা ও অসহায়ত্বের কথা জানিয়ে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসহায়ত্বের কথা শুনে বয়স্ক ভাতা ও সমস্যা নিরসনের প্রতিশ্রæতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রæতি রক্ষার্থে শত বছরের বৃদ্ধ ছামির উদ্দিন কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বয়স্ক ভাতার বই প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ছামির উদ্দিনকে ভাতা বই হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা।
শতবর্ষী ছামির উদ্দিন জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর ইউসুফনগর গ্রামে বাস করেন। তার দুই ছেলে এক মেয়ে। ধার দেনা করে মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে দিন মজুর, আলাদা থাকে। তার স্ত্রী দুরারোগ্য ব্যধিতে ভোগছেন।
ছামির উদ্দিন বলেন, বন্যার সময় আমার দুরাবস্থার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব কে বলেছিলাম। স্যার আমাকে বয়স্ক ভাতা করে দিয়েছেন। এতে আমার বিশাল উপকার হয়েছে। আল্লাহ তায়ালা যেন স্যারকে আরও বড় অফিসার বানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বলেন, বন্যায় কাশীপুর, ইউসুফনগর গ্রামে ত্রাণ দিতে গেলে শতবর্ষী বৃদ্ধ লোকটি তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছিল। উপযুক্ত হওয়ায় শতবর্ষী ছামির উদ্দিনকে বয়স্কভাতার কার্ড করে দেওয়া হয়েছে। এখন তিনি প্রতি মাসে একটা সুবিধা পাবেন।