স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে প্রথমা প্রকাশনের উদ্যোগে ছয় দিনব্যাপী বইমেলা শুরু চলছে। মেলার তৃতীয় দিন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত লেখক—পাঠক আড্ডা হয়েছে মেলায়।
এতে সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ হয়। নতুন প্রজন্মকে বইপাঠে আগ্রহী করে তুলতে বইমেলা আয়োজনের গুরুত্ব নিয়েও আলোচনা হয় আড্ডায়।
আড্ডায় অতিথি ছিলেন কবি জাকির জাফরান। তিনি আলোচনার ফাঁকে নিজের প্রকাশিত কবিতাগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ে শোনান।
সোমবার থেকে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৭ মে শনিবার পর্যন্ত।
বুধবার রাতে লেখক—পাঠক আড্ডায় সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেন লেখক সুখেন্দু সেন, কবি রবিউল লেইস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ইকবাল কাগজী, কবি ও লেখক কুমার সৌরভ, লেখক—গবেষক কল্লোল তালুকদার, কলেজ শিক্ষক এনামুল হক, লেখক—শিক্ষক মশিউর রহমান। কবিতা আবৃত্তি করেন রুনা লেইস, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কবি ও লেখক শামস শামীম, কবি ইয়াকুব বখত, শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মী অমিয় হাসান।
আড্ডায় অন্যন্যের মধ্যে বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমেদ, সমাজকর্মী সাইফুল ইসলাম, শিক্ষক শামসুল ইসলাম, সাংবাদিক এ কে এম মহিম, দেওয়ান গিয়াম চৌধুরী, এ আর জুয়েল, আকরাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।
সোমবার এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সুনামগঞ্জের মতো একটি প্রান্তিক জেলায় বইমেলা আয়োজনের জন্য প্রথমা প্রকাশনের প্রশংসা করেন তিনি।
আয়োজকেরা জানান, সুনামগঞ্জে প্রথমা প্রকাশনের বইমেলা আয়োজনে সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলছে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বই ২৫শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।
শিরোনাম:
- ‘ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন’ বইয়ের মোড়ক উন্মোচন
- বিশ্বম্ভরপুরে চান্দিনা ভিটের লাইসেন্স বিতরণ
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা