প্রধানমন্ত্রী কৃষকদের মুখে হাসি দেখতে চান-পানি সম্পদ উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রীর হাওরাঞ্চলের কৃষকদের মুখে হাসি দেখতে চান। প্রধানমমন্ত্রী মনে করেন কৃষকরা হাসলেই দেশ বাঁচবে। তিনি কৃষকদের টেনশনমুক্ত রাখতে হাওরের সমস্যার স্থায়ী সমাধান করতে চান।
মন্ত্রী বুধবার বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ পরিদর্শনের আগে সোলেমানপুর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বোরো ফসল ঘরে তোলার আগে পর্যন্ত সুনামগঞ্জের পাউবো কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেন। হাওর রক্ষা বাঁধের কাজের শেষ সময়সীমা ২৮ ফেব্রুয়ারি’র বদলে সাত মার্চ পর্যন্ত করার কথা জানিয়ে, ওই সময়ের মধ্যে কোন বাঁধের কাজ শেষ না হলে কঠোর ব্যবস্থা নেবারও হুসিয়ারি উচ্চারণ করেন তিনি।
মন্ত্রী বলেন, খাদ্যের জন্য এখন আর বিদেশীদের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ। বাঙালি এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি। তিনি কৃষকদের প্রতি সকলকে যতœশীল হবার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।
সুনামগঞ্জের ৪৮ টি বড় হাওরের ফসল রক্ষার জন্য ১০৭৮ প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ২০৫ কোটি টাকার বাঁধের কাজ করা হচ্ছে। এই পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে একশ কোটি টাকা। ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।