ফসলরক্ষা বাঁধের তথ্যে বিভ্রান্তি

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুননির্মাণ কাজের প্রকল্পের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার গত দুইদিন গণমাধ্যমে একাধিকবার ধর্মপাশায় মোট প্রকল্পের সংখ্যা ৫৮টি জানিয়ে তথ্য দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি সেই সংখ্যা ১৩০টি বলে দাবি করেছেন। এদিকে একইদিনে উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির পক্ষ থেকে এই সংখ্যা জানানো হয়েছে ১২০ টি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রদানের ফলে প্রকৃত প্রকল্পের সংখ্যা কত তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমনকি এই সংক্রান্ত তথ্য জেলা ও উপজেলার ওয়েব পোর্টালে থাকার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তা আপলোড হয়নি।
ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘ধর্মপাশায় মোট প্রকল্পের সংখ্যা ১২০টি। প্রথমে ১৫টি, দ্বিতীয়ত ৪৬টি এবং সর্বশেষ বাকি প্রকল্পগুলো অনুমোদন হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৬০টির মতো প্রকল্পে বাঁধের কাজ চলমান রয়েছে।’
উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘ধর্মপাশায় ১২০টি প্রকল্প। ৫৮ টির কাজ চলমান রয়েছে- তিনি (নির্বাহী প্রকৌশলী) হয়তো সেই কথা বলেছেন। যদি ৫৮টি প্রকল্পের কথা বলে থাকেন, তাহলে উনাকে জিজ্ঞেস করতে হবে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন, ‘ধর্মপাশার ফসল রক্ষা বাঁধের তথ্যটি হোয়াটসঅ্যাপ থেকে দেখে বলায় গত দুইদিনই ভুল বলা হয়েছিল। প্রকৃতপক্ষে ওখানকার প্রকল্পের সংখ্যা ১৩০ টি।’
সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে বললেন, তথ্যে ঘাটতি থাকলে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হয়। হাওরের ফসলরক্ষা বাঁধের বিষয়টি স্পর্শকাতর বিষয়। এখানে তথ্যে ঘাটতি রাখা যাবে না। ওয়েবপোর্টালেও সকল তথ্য থাকা জরুরি।’