স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স সমাপ্ত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপি কোর্সে প্রশিক্ষক ছিলেন ঢাকার চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার। রবিবার সন্ধ্যা ৬ টায় কোর্স শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী হক পাভেল, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, থিয়েটার একুশের সভাপতি পল্লব ভট্টাচার্য, থিয়েটার সুনামগঞ্জের সহ দলপ্রধান তামিম রায়হান, দীপান্বিতা দে হিয়া, প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা প্রশাসন মাহফুজ আহমেদ সহ প্রশিক্ষণার্থীরা।
তিন দিনব্যাপী এই কোর্সে বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাস, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, চলচ্চিত্রের ভাষা, শিল্পনির্দেশনা, চলচ্চিত্র নন্দনতত্ত্ব, প্রামাণ্যচিত্র, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ভিডিওগ্রাফি, চলচ্চিত্র প্রযোজনা এবং চলচ্চিত্র সমালোচনা-সম্পর্কিত বিষয় শেখানো হয়।
- বিজিবি-বিএসএফ’র সমন্বয় সভা
- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা