লন্ডন প্রতিনিধি
নিজের ফেইসবুক আইডি থেকে সাম্প্রদায়িক এবং উসকানী মূলক পোস্ট দেবার অভিযোগে ইস্টলন্ডনের নিউহ্যাম কাউন্সিলের বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলার ব্যরিস্টার নজির আহমদকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।
বাংলাদেশী বংশদ্বোত এই নজির আহমদ লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে লেবার দলের মনোনয়নে কাউন্সিলার নির্বাচিত হন। এছাড়া তিনি বিভিন্ন সময় হাউজ অব কমন্সে সেমিনার করে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
কাউন্সিলার ব্যরিস্টার নজির আহমদের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
- লাস্ট হোপ ইউকে’র উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন
- গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে জেলা প্রশাসকের সভা