বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রের, আহত ৩

স্টাফ রিপোর্টার
নদীপথে ধান পরিবহনের সময় ট্রলারে বড্রপাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ওমর মিয়া (১৬) ধর্মপাশা উপজেলার বাদে হরিপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ওমর জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই ঘটনায় তার সাথে থাকা বাদে হরিপুর গ্রামের শাহীন, কালাচান ও আবুল কাশেম আহত হয়েছে।
মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার ৪নং জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের সীমের খাল (বরাইয়া) নদীতে থাকা ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা থানাধীন ৪নং জয়শ্রী ইউনিয়নের অন্তর্গত বাদে হরিপুর গ্রামস্থ সীমের খাল (বরাইয়া) নদীতে ট্রলার যোগে মধ্যনগর ধান নিয়ে যাওয়ার সময় বজ্রের আঘাতে ওমর নৌকা থেকে নদীর পানিতে পড়ে যায়। দুই ঘন্টা নিখোঁজ থাকার পর মাছ ধরার জাল দিয়ে ঝলসানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা আরও ৩ জন বজ্রপাতের তীব্র শব্দে আহত হন।
নিহত ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সকালে ধান নিয়ে মধ্যনগর যাবার পথে ট্রলারে বজ্রপাতে একজন নিহত হয়েছে। সাথে থাকা আরও ৩ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। নিহতের ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া নেয়া হয়েছে।