স্টাফ রিপোর্টার
বদলে যাচ্ছে জেলার ১২ উপজেলার ফায়ার স্টেশন ও কর্মকর্তাদের ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার। ১২ উপজেলার মধ্যে চালু থাকা ৮টি স্টেশনে পুরাতন নাম্বারের বদলে নতুন নাম্বার চালু হবে। বাকি ৪ টি স্টেশনে পরে নতুন নাম্বার চালু হবে। নতুন মোবাইল নাম্বার চালুর পর পুরাতন মোবাইল নাম্বারগুলো অকার্যকর হয়ে যাবে। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের উপ—সহকারী পরিচালক মো. তারেক হাসান ভুইয়া।
আগামী ১ জুন থেকে যে কোনো অগ্নিদুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনা, দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা পেতে নতুন মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। নতুন মোবাইল নাম্বারগুলো হলো— সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন ০১৯০১০২৩৬৯৮, ছাতক ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭০০, জগন্নাথপুর ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭০৪, দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭০৬, দিরাই ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭০৮, বিশ্বম্ভপুর ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭১০, দোয়ারাবাজার ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭১২, তাহিরপুর ফায়ার স্টেশন ০১৯০১০২৩৭১৪।
সুনামগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমাদের এখন নতুন পুরাতন দুটো নাম্বার সচল আছে। আগামী ১ তারিখ থেকে পুরাতনগুলো বন্ধ হয়ে যাবে। তবে তার আগে নতুন নাম্বারগুলো সবার কাছে পৌঁছে দিতে লিফলেট বিলি, জনসংযোগ, মাইকিং সহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত আছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের উপ—সহকারি পরিচালক মো. তারেক হাসান ভুইয়া জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১ জুন থেকে সুনামগঞ্জের সকল স্টেশনের মোবাইল নাম্বার পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে নাম্বারগুলো সকল অফিস আদালতে দেয়া আছে। নতুন নাম্বার জনসাধারণের কাছে প্রচার করতে আমরা বিভিন্ন প্রচারণা চালাচ্ছি যেন বিপদে পড়লে মানুষ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
- দিরাইয়ের সংঘর্ষ/গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
- ‘বাণিজ্যের আড়ালে টাকা পাচার করেছেন বড় ব্যবসায়ীরা’