বসন্তের রঙে সেজেছিল আরোহী

স্টাফ রিপোর্টার
ছয় থেকে সাত বছরের ছোট্ট একটা সোনামণি। পড়নে উজ্জ্বল হলুদ শাড়ি। হাতে একগুচ্ছ ফুল ভর্তি ঝুড়ি। ফুলের উপর ছোট্ট বাটিতে গোলাপি রঙের আবির। হাতে আলতার অপরূপ সুন্দর ছোঁয়া। দেখে মনে হচ্ছিল বসন্তের সকল রঙ যেন তার গায়ে লেগেছে।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা আয়োজিত তাহিরপুরের শিমুলবাগানের বসন্ত উৎসবে দেখা মিলল ছোট্টমনি রেজিয়া হক চৌধুরী আরোহীর। পুরো শিমুল বাগানে আরোহী যেন সদ্য ফোঁটা আরেকটি ফুল।
কথা হয় আরোহীর সাথে, মা বাবার সাথে বসন্ত উৎসবে এসেছে সে। শিমুলবাগানের সৌন্দর্য দেখে তার অনেক পছন্দ হয়েছে। শিমুল বাগানের কথা জেনে বসন্তের উৎসবে সুন্দর করে সেজে এসেছে আরোহী। মা রিয়া হাসান এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আরোহীর কথা মতো দেখা হয় তার মা রিয়া হাসানের সাথে।
রিয়া হাসানের সাথে কথা বলার পর জানা যায়, তিনি এই প্রোগ্রামের আয়োজক জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের স্ত্রী।
মেয়েকে নিয়ে কেন এসেছেন? উৎসবে নিয়ে এসে কি জানাতে চান মেয়েকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাকে নিয়ে আসার মূল কারণ হচ্ছে তাকে শিকড়ের সাথে পরিচয় করা। আমাদের যে ষড় ঋতুর দেশ, সেই দেশ সম্পর্কে অবগত করা। আমাদের যে বসন্তের উৎসব হয় তা দেখানো। আমাদের যে সমৃদ্ধ ঐতিহ্য আছে। আগে গ্রামে গ্রামে প্রত্যেক ঋতু নিয়ে আয়োজন থাকতো তা জানানো এবং একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের সাথে সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া।